করোনা কালো কোপে মুখ থুবড়ে পড়েছিল দেশের শেয়ার বাজার। বম্বে স্টক এক্সচেঞ্জের একটানা পতনে এককথায় মাথায় হাত পড়েছিল অর্থগ্নিকারিদের। কিন্তু গত ২ দিনের বাজাররের উত্থান ফের কিছুটা হলেও আশার আলো যোগাচ্ছে দেশের শেয়ার বাজারে। তবে দেশে করোনা পরিস্থিতি আরও ব্যাপক আকার নিলে ফের ধস নামতে পারে বলেও আশঙ্কা পুরপুরি ছাড়ছেননা বিশেষজ্ঞরা। তাঁদের মতে ক্রমাগত বাজারের পতনে কম দামে শেয়ার কেনার সুযোগ এসেছে। কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এই আশঙ্কায় বাজার থেকে কার্যত মুখ ফিরিয়ে নিয়েছিলেন লগ্নিকারীরা।
সেই পরিস্থিতি থেকে কিছুটা ঘুরে শেয়ারে কেনার আগ্রহ বেড়েছে। পাশাপাশি বৃহস্পতিবারই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১.৭ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। সবকিছুর যোগফলে তেজি শেয়ার বাজার। এই নিয়ে পর পর তিন দিন উত্থান মুম্বই শেয়ার সূচক সেনসেক্স এবং নিফটি তে। বৃহস্পতিবার সেনসেক্স বন্ধ হয়েছে ১৪১১ পয়েন্ট উপরে। নিফটির উত্থান ৩২৪ পয়েন্ট।