দেশে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত আরও নতুন করে ৫৯১ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬৫। গত ২৪ ঘণ্টায় ২০ জন প্রাণও হারিয়েছেন। তাতে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুসংখ্যা এসে ঠেকেছে ১৬৯-এ। করোনা সংক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। উদ্ধব ঠাকরের রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল বুধবারই। বৃহস্পতিবার তা এসে ঠেকেছে ১ হাজার ১৩৫ জনে।
মৃত্যুসংখ্যার নিরিখেও বাকিদের পিছনে ফেলে দিয়েছে এই রাজ্য। এখনও পর্যন্ত সেখানে এই মারণ ভাইরাসে ৭২ জন প্রাণ হারিয়েছেন। মহারাষ্ট্রের পরই রয়েছে মধ্যপ্রদেশ ও গুজরাত। ওই দুই রাজ্যেই ১৬ জন করে মোট ৩২ জন প্রাণ হারিয়েছেন। রাজধানীতে প্রাণ হারিয়েছেন ৯ জন। অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যা বিচারে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৭৩৮ জন। দিল্লিতে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন।