December 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১০০ ছাড়াল দেশে, আশঙ্কায় স্বাস্থ্য দফতর

দেশে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত আরও নতুন করে ৫৯১ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬৫। গত ২৪ ঘণ্টায় ২০ জন প্রাণও হারিয়েছেন। তাতে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুসংখ্যা এসে ঠেকেছে ১৬৯-এ। করোনা সংক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। উদ্ধব ঠাকরের রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল বুধবারই। বৃহস্পতিবার তা এসে ঠেকেছে ১ হাজার ১৩৫ জনে।

মৃত্যুসংখ্যার নিরিখেও বাকিদের পিছনে ফেলে দিয়েছে এই রাজ্য। এখনও পর্যন্ত সেখানে এই মারণ ভাইরাসে ৭২ জন প্রাণ হারিয়েছেন। মহারাষ্ট্রের পরই রয়েছে মধ্যপ্রদেশ ও গুজরাত। ওই দুই রাজ্যেই ১৬ জন করে মোট ৩২ জন প্রাণ হারিয়েছেন। রাজধানীতে প্রাণ হারিয়েছেন ৯ জন। অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যা বিচারে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৭৩৮ জন। দিল্লিতে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন।