April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

২৪ ঘণ্টায় করোনা পজেটিভ কলকাতার দুই থানার পুলিশকর্মীর

গোটা দেশের পাশাপাশি করোনা ভাইরাস থাবা বসিয়েছে খোদ কলকাতায়। একের পর এক পুলিশকর্মীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ছে কলকাতায়। জোড়াবাগানের পর এবার বউ বাজার। বুধবার বউ বাজার থানার ওসির করোনার সংক্রমণ হয় বলে জানা গিয়েছে। তাকে ইএম বাইপাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। পাশাপাশি বউ বাজার থানার ওসি সংস্পর্শে কারা কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে। তাদের চিহ্নিত করে পাঠানো হবে কোয়ারেন্টাইনে।

সব মিলিয়ে কলকাতায় পুলিশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। এর ঠিক আগেই জোড়াবাগানের এক ট্রাফিক গার্ডের কনস্টবলের করোনা পজেটিভ ধরা পড়ায় জোড়াবাগান ট্রাফিক গার্ডকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই বউ বাজার থানার পুলিশ কর্মী করোনা পজিটিভ হওয়ার খবর উঠে আসে।