নিজেস্ব প্রতিনিধি, করোনা সংক্রমনের জেরে লকডাউনে আটকে থাকা হায়দ্রাবাদ থেকে ২২০ জন শ্রমিক নিয়ে নিউ কোচবিহার স্টেশনে আসলো শ্রমিক স্পেশাল ট্রেন। জানা গিয়েছে, সোমবার ট্রেনটিতে উত্তর দিনাজপুর -দক্ষিন দিনাজপুর ও মালদার শ্রমিকরা নেমে যাওয়ার পরে মালদা টাউন স্টেশন থেকে ট্রেনটি কোচবিহারের উদ্দেশ্য রওনা দেয়। এরপর বিকেল ৬.১৫ নাগাদ ট্রেনটি নিউ কোচবিহার স্টেশনে পৌছায়।
সেখানে কোচবিহারে নামা শ্রমিকদের স্ক্রিনিং করা হচ্ছে। পাশাপাশি শ্রমিকরা যেখান থেকে ট্রেনে উঠেছে সেখানে তাদের লালা রসের নমুনা সংগ্রহ করা হয়েছে।