October 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

১ ফেব্রুয়ারিই নির্ভয়ার ধর্ষক মুকেশের ফাঁসি নিশ্চিত করল সুপ্রিম কোর্ট

নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত মুকেশ সিংয়ের আবেদন বুধবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, গত ১৭

জানুয়ারি মুকেশের প্রাণভিক্ষার আরজি খারিজ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে ‘কেন আরজি খারিজ

করা হল? তার জানতে চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুকেশ সিংয়ের আইনজীবী অঞ্জনা প্রকাশ। সেই আবেদনের

ভিত্তিতে বিচারপতি আর ভানুমতী, বিচারপতি অশোকভূষণ, বিচারপতি এস বোপানার বেঞ্চে শুনানি ছিল মঙ্গলবার।

রাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আইনজীবী বলেন, রাষ্ট্রপতির কাছে মুকেশের ডিএনএ নমুনা পেশ করা হয়নি।

মানে মুকেশ গণধর্ষণে যুক্ত ছিল কি না, তা এখনও প্রমাণসাপেক্ষ। আর সেই কারণেই নিজের মক্কেলের মৃত্যুদণ্ডে

স্থগিতাদেশের আরজি জানান তিনি। শুধু তাই নয়, আইনজীবী অভিযোগ তোলেন, তিহার জেলে যৌন হেনস্তার শিকার

হয়েছে মুকেশ। এমনকী তাকে মারধরও করা হয়। এদিন সেই পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত বলে, জেলে মারধরের

অভিযোগ তুলে মৃত্যুদণ্ড খারিজের আবেদন করা যাবে না। রাষ্ট্রপতির কাছে সমস্ত তথ্যই পেশ করা হয়েছিল। সবদিক

বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুকেশ সিংয়ের আরজি খারিজের ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করেননি কোবিন্দ।

সু্প্রিম কোর্টের এই রায়ের পর মুকেশের সামনে আবেদনের সব রাস্তা বন্ধ হয়ে গেল। তাই নির্ধারিত ১ ফেব্রুয়ারিই তার

ফাঁসির সাজা কার্যকর করা হবে।