October 12, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

১৭ মে পরে কি? প্রশ্ন সোনিয়া ও মনমোহনের

করোনা এড়াতে ২৫ মার্চ থেকেই দেশজুড়ে টানা লকডাউন চলছে। গত দুদিনে সংক্রমণ এবং মৃত্যু দুই সংখ্যা বেড়েছে। লকডাউনের জেরে আর্থিক ক্ষতিও চরম আকার নিচ্ছে। দেশে বেকারত্বের হার পৌঁছেছে ২৭ শতাংশে। এই পরিস্থিতিতে লকডাউনের ভবিষ্যৎ কি হবে? প্রশ্ন তুললেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। সূত্রের খবর, বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কংগ্রেসশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন সোনিয়া। বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল উপস্থিত ছিলেন। কংগ্রেস সভানেত্রী বৈঠকে বলেন,”১৭ মে’র পর কী? ১৭ মে’র পর কীভাবে? কীসের ভিত্তিতে সরকার ঠিক করছে, কতদিন লকডাউন রাখা হবে?” একই প্রশ্ন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। তিনি বলেন, ‘সোনিয়াজির মতো আমরাও জানতে চাই সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী?’