September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

১০ টাকা না দেওয়ার বন্ধুর গায়ে আগুন, গ্রেফতার অভিযুক্ত ২ বন্ধু

মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে মাত্র ১০ টাকার জন্য যুবককে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তার দুই বন্ধুদের বিরুদ্ধে। ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত দুই বন্ধুর নাম শুভম ও সুরজ। সূত্রের খবর, মৃত গণেশের সঙ্গে স্থানীয় যুবক সুরজ ও শুভমের বন্ধুত্ব ছিল। ঘটনার দিন গত ২২ তারিখ নানাখেডা এলাকায় গল্প করছিলেন ওই তিনজন যুবক। সেসময় গণেশের থেকে ১০ টাকা চায় সুরজ ও শুভম। কিন্তু, তা দিতে রাজি হয়নি গণেশ। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি শুরু হয় তাঁদের মধ্যে।

এর মাঝেই আচমকা সঙ্গে থাকা বোতল থেকে বেশ খানিকটা পেট্রল গণেশের হাত ও শরীরে ঢেলে দেয় সুরজ। আর শুভম একটি দেশলাই কাঠি জ্বালিয়ে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেয়। এর ফলে কয়েক সেকেন্ডের মধ্যে দাউদাউ করতে জ্বলতে দেখা যায় গণেশকে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ছুটে এলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত শুভম ও সুরজ। পরে মারাত্মক জখম অবস্থায় গণেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে ইন্দোরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানে টানা ছদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালানোর পর শুক্রবার প্রাণ হারান গণেশ।

জানা গিয়েছে, ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের অপরাধের সমস্ত প্রমাণ পাওয়া গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা করা হয়েছে বলে সূত্রের খবর।