September 23, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কেসের কালো বাজারির রুখতে নয়া পদক্ষেপ রাজ্যসরকারের

নিজস্ব সংবাদদাতা, সারা রাজ্য জুড়ে রাজ্য সরকার করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে । কিন্তু সারা রাজ্য জুড়ে করোনা আতঙ্কের মধ্যেই হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক নিয়ে কালোবাজারি শুরু করেছে কিছু অসাধু ব্যবসায়ী। তাই রেশন ডিলারের রাজ্য সংগঠন অল বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলারস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মিহির কুমার দাস খাদ্য মন্ত্রীর কাছে আবেদন জানালেন হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক যেন সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে রেশনের দোকানের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করেন রাজ্য সরকার। হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কেসের কালোবাজারির রুখতে রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে এরই মাঝে অল বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলারস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।