দেশে করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে চলছে দ্বিতীয় দফায় লকডাউন। এই মুহূর্তে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব সকলেই গৃহবন্দী। সাথে বন্ধ রয়েছে সমস্ত রকম দোকানপাট। ফলে চুল দাড়ি কাটতে বেশ সমস্যা দেখা দিচ্ছে। তবে এই সবের মাঝে দেখা গেল এক অন্যরকম চিত্র। এর আগে অনুস্কাকে দেখা গিয়েছিল বিরাট কোহলির হেয়ার ড্রেসারের ভূমিকা নিতে। সাথে হেয়ার কাটের ছবি পোস্ট করে দারুন খুশির কথা জানিয়েছিলেন বিরাট কোহলি।
এবার তিনি দাড়ি কেটে নতুন লুকে সেজে উঠলেন। যা দেখে বেশ মজার খোঁচা দিলেন কেভিন পিটারসন। তবে সবকিছু বন্ধ থাকলেও বন্ধ নেই চুলদাড়ি বৃদ্ধি। এর আগে সোস্যাল মেডিয়াতে একটি ভিডিও পোস্ট করে সেখানে তিনি লেখেন, এই লকডাউনে নিজের জন্যে প্রচুর সময় পাচ্ছেন। নিজের শরীরের যত্ন নিন। সাথে তিনি এও জানান দাড়ি কেটে একেবারে ফুরফুরে লাগছে।’ এরপরই তাকে বেশ মজার খোঁচা দিলেন কেভিন পিটারসন। তিনি জানতে চাইলেন দাড়িতে পাক ধরেছে বলে কি দাড়ি লুকানোর জন্যই কেটে ফেলা হচ্ছে দাড়ি।