
হেরোইন ও গাজা কিতা বিক্রেতাকে ধরপাকড় করল গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহাকুমা সাগর পাড়া থানার অন্তর্গত নবীন গ্রামে। আজ দুপুর 12 নাগাদ ক্রেতা-বিক্রেতা কে হাতেনাতে ধরেন গ্রামবাসীরা। প্রতিবাদ করতে গেলে , রিঙ্কু শেখ ও তার দুই ভাই চড়াও হয় গ্রামবাসীর ওপর এবং লাঠি ও বাঁশ দিয়ে মাথায় ও নাকে মারেন কয়েকজনকে ।গ্রামবাসীরা জানান,দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মিলেনি, এর পিছনে পুলিশের মত আছে বলে জানায় । আহতরা সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে
আগামী দু’মাস তীব্র দহনজ্বালা