June 16, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

হৃদরোগ জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী


হৃদরোগ জনিত সমস্যা নিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। শনিবার দুপুর ১২ টা নাগাদ তিনি নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। এরপরই তার পরিবারের সদস্যরা তাকে রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। জানা গিয়েছে, এখন ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছে। পাশাপাশি চিকিৎসক এও জানিয়েছেন, যে বড়সড় হার্ট অ্যাটাক হয়েছে অজিত যোগীর। বর্তমানে সেখানেই ভেন্টিলেশনে রাখা হয়েছে ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীকে। আপাতত ৪৮ ঘন্টা অজিত যোগীকে নজরে রাখতে চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে একটি মেডিক্যাল টিম। এদিকে হাসপাতালে বাইরে ভিড় জমিয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। ২০০০ সালের নভেম্বর থেকে ২০০৩ সালের নভেম্বর মাস পর্যন্ত ছত্রিশগড়ের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।