October 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, স্পেনকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে আমেরিকা

মারন করোনা ভাইরাসের দাপট গোটা বিশ্বে | এতদিনে হু হু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা | তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও | এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আমেরিকায় মৃত্যুর সংখ্যা 14600 জন মানুষের | তারমধ্যে একদিনে মৃত্যু হয়েছে প্রায় হাজার 1900 মানুষের | এই হারের প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বেড়ে চলায় চিন্তার ভাঁজ পড়েছে কপালে | আমেরিকার এই পরিস্থিতিতে সেখানে লকডাউন এর সময়সীমা কে বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | বর্তমানে বিশ্বে মৃত্যুর সংখ্যা নিরিখে শীর্ষ স্থানে রয়েছেন ইতালি | সেখানে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 17000 হাজার ছাড়িয়ে গিয়েছে | এবার দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা | স্পেনকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে আমেরিকা | তৃতীয় স্থানে রয়েছেন স্পেন | সেখানে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা মোট 14555 জনের |