মাঝ নদীতে সংঘর্ষ, ডুবে গেল ছাইভরতি বাংলাদেশি জাহাজ। কলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে বাংলাদেশি জাহাজের সংঘর্ষ-এর ফলে এই দূর্ঘটনা। হুগলি নদীতে ডুবে গেল বাংলাদেশের পণ্যবাহী জাহাজ ‘এম ভি মমতাময়ী মা’। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বজবজের কাছে। সূত্রের খবর, এদিন সকালে বাংলাদেশের জাহাজ এম ভি সানি-১ CESC’র ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিল। অন্যদিকে কলকাতা বন্দরের দিকে ঢুকছিল বাংলাদেশের এমভি মমতাময়ী মা জাহাজটি। দুটি জাহাজের সংঘর্ষে পোর্ট ট্রাস্টের জাহাজটির তুলনায় বাংলাদেশি জাহাজটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। বাটানগরের কাছে পাড়ে দাঁড়িয়ে পড়ে সেটি। উদ্ধারকারী দল সেখানে গিয়ে জাহাজ দুটিকে বাঁচানোর চেষ্টা করা হলেও, এমভি মমতাময়ী মা ধীরে ধীরে ডুবতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়। অন্যদিকে, হুগলি নদীর একেবারে মাঝখান থেকে পোর্ট ট্রাস্টের জাহাজটিকে ডায়মন্ড হারবারের দিকে নিয়ে আসা হয়। এমভি সানি-১ জাহাজটিও বাংলাদেশের ফ্লাইঅ্যাশ নিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর এই এমভি সানি-১ জাহাজটি এমভি মা মমতাময়ীর কাছে চলে আসে এবং মমতাময়ী বাংলাদেশি জাহাজের ১৩ জন ক্রু-কে লাইফ জ্যাকেট দিয়ে উদ্ধার করে নিজেদের জাহাজে তুলে নেয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন্দর থানার পুলিশ। গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।