হাসপাতাল থেকে রোগী চুরির ঘটনা এবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার জেরে রোগী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সূএের খবর, রোগীর পরিবারের লোকজনের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কোনও সহযোগিতা করছিলেন না গত তিনদিন ধরে। সোমবারও রোগীর পরিজনরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন। গত বুধবার নিতাই সোরেন নামে এক ৪৭ বছর বয়সী এক ব্যক্তিকে খিঁচুনি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর শুক্রবার তাঁর সিটি স্ক্যান করানোর জন্য বলেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে গাড়ির ব্যবস্থা করা হয়। সেটি দেখতে বাইরে যায় রোগীর পরিবারের লোকজন। তখনই ঘটে যায় বিপত্তি। ফিরে এসে তারা দেখে নিতাইবাবু বেডে নেই। এরপর তাঁরা হাসপাতালে সুপারের দপ্তরে যান। সেখান থেকে তাঁদের বলা হয় পুলিশে অভিযোগ জানাতে। হাসপাতালে সিসি ক্যামেরা ও এত নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে কি করে রোগী উধাও হয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশকে তাঁরা গোটা বিষয়টি জানিয়েছেন।