April 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সব্যসাচী

১৯ মার্চ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী | ২২ মার্চ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সব্যসাচী | জানা যায়, পেসমেকার বসানো হয়েছে তাঁর।

সূত্রের খবর, বাঙালির প্রিয় ‘ফেলুদা’র হার্টে ব্লক ছিল। সেই কারণে পেসমেকার বসানো হয়েছে। বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে রক্ষা। তা না হলে সমস্যা আরও বাড়তে পারত। হাসপাতালে পৌঁছানো মাত্রই দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা শুরু করে দিয়েছিলেন ডাক্তাররা। তাতেই পরিস্থিতি অনেকটা সামলানো গিয়েছে বলে খবর। ২০২২ সালে ‘বাবলি বাউন্সার’ সিনেমায় দেখা গিয়েছিল সব্যসাচীকে। তারপরই ‘জেকে ১৯৭১’ সিনেমায় দেখা যায় তাঁকে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরাণী’ সিনেমাতেও বর্ষীয়ান অভিনেতা রয়েছেন বলে খবর।