করোনা ভাইরাসের মারণ সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে চলছে লক ডাউন। সব রকম ভাবে এই ভাইরাস্রে ছড়িয়ে পরা আটকাতে তৎপর প্রশাসন। কিন্তু সরকারের নির্দেশিকাকে বুড়োআঙ্গুল দেখিয়েই কাটা ফল থেকে খোলা খাদ্য সামগ্রী দেদার বিক্রি হচ্ছে মালদা মেডিক্যাল কলেজ চত্বরে। এমনকী চাও দেদার বিক্রি হচ্ছে। এই খবর পাওয়ার পরেই লাঠি হাতে ময়দানে নামলেন এসডিও(সদর) সুরেশকুমার রানো।
নিষিদ্ধ করেন চা বিক্রি থেকে কাটা ফলের বিক্রি। নির্দেশ দিয়ে যান, খোলামেলা কোনও খাদ্য সামগ্রী বিক্রি করা যাবে না। বিক্রি করার হলে প্যাকেটবন্দি করে। এমনকী মুড়িও প্যাকেটের মধ্যে বিক্রি করতে হবে। এসডিও বলেন,‘লকডাউনে মুদিখানা ছাড় দেওয়া হয়েছে। এখানে চা থেকে কাটা ফল বিক্রি হচ্ছে। ওভাবে যাতে আর বিক্রি করা না যায় সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।