হাওড়া ব্রিজ সেজে উঠবে নতুন আলোকসজ্জায়। ৭৬ বছরের পুরনো হাওড়া ব্রিজ এবার এলইডি লাইটে সাজতে চলেছে। এর জন্য ৬৫০ ডায়নামিক কালারড এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে৷ সূএের খবর, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুতে ১ লাখেরও বেশি গাড়ি প্রতিদিন যাতায়াত করে৷ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী কলকাতা সফরে এসে মিলেনিয়াম পার্ক থেকে রিমোটে হাওড়া ব্রিজের সাউন্ড-লাইট শো উদ্বোধন করেছিলেন। এরপর আড়াই মিনিটের এই শব্দ-আলোর খেলা সম্প্রতি মিলেনিয়াম পার্কে বসানো হয়।