November 4, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

হাইড্রোঅক্সি-ক্লোরকুইনে পরিত্রাণ? পথ দেখাচ্ছেন ভারতীয় বিজ্ঞানীরা

নভেলকরোনা ভাইরাসের প্রতিষেধক খুঁজতে গিয়ে বর্তমানে এককথায় হিমশিম খাচ্ছেন গোটা দুনিয়ার তাবড় বিজ্ঞানীরা। তবে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ বা আইসিএমআর কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়তে ঝুঁকিপূর্ণ মানুষজনকে হাইড্রো অক্সি-ক্লোর-কুইন জাতীয় ওষুধ গ্রহণে সুপারিশ করেছেন। এ ছাড়া আক্রান্তদের শারীরিক সমস্যা কমাতে কিছু ওষুধ ব্যবহার করেও কিছু কিছু ক্ষেত্রে ভাল ফল পাওয়া যাচ্ছে। তবে সার্স কোভ-২ করোনা ভাইরাসের ওষুধ নিয়ে শেষ কথা বলার সময় আসতে এখনও অনেক ট্রায়াল বাকি।’’— বললেন ইন্ডিয়ান সোসাইটি ফর ক্রিটিক্যাল কেয়ারের জেনারেল সেক্রেটারি অরিন্দম কর।

‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’বা আইসিএমআর-এর ওষুধ বিশেষজ্ঞরা হাইড্রোঅক্সি-ক্লোরকুইন ওষুধ কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারে বলে সুপারিশ করেছেন। এই ওষুধ দু’টি পরীক্ষামূলক ভাবে রোগীদের উপর প্রয়োগ করা হয়েছে। ফ্রান্সে মাত্র ৩০ জন রোগীকে হাইড্রোঅক্সি-ক্লোরকুইন দিয়ে চিকিৎসা করে ভাল ফল পাওয়া গিয়েছে। কিন্তু এই নিয়ে আরও বিস্তারিত গবেষণা হওয়া দরকার বলেই মত বিজ্ঞানীদের।