January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

হস্টেলে ভয়াবহ আগুন, মৃত ৩

চণ্ডীগড়ে মহিলাদের হস্টেলে ভয়াবহ আগুন। জানলা দিয়ে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন হস্টেলের আবাসিকরা। আগুনে ঝলসে মৃত তিন ছাত্রী। গুরুতর জখম আরও ২০ জন। ঘটনাস্থলে চারটি ইঞ্জিন। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। সূত্রের খবর, শনিবার চণ্ডীগড়ের সেক্টর ৩২-র ওই আবাসিক হোস্টেলে আগুন লাগে। জানলা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখে সঙ্গে সঙ্গে দমকলকর্মীদের খবর দেয় স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে বাঁচার চেষ্টায় বাথরুমের জানলা দিয়ে ঝাঁপ দেয় দুই ছাত্রী। তাঁরা গুরুতর জখম হয়েছে। সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন আরও কয়েকজন। উল্লেখ্য, আগুন লাগার কারণ এখনও অজানা। দমকলকর্মীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।