October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

হটস্পট এগরায় পরিষেবার অন্য নাম ডাঃ বাদলাশ্রু ঘাটা

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে সারা দেশ জুড়ে রয়েছে লকডাউন। ইতিমধ্যে ৩০মে পর্যন্ত এই লক ডাউন চলবে এমন টাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মুখ‍্যমন্ত্রী বেসরকারি হাসপাতাল গুলিকে তাদের সাধ‍্যমত পরিষেবা দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার এগরার এক বিয়ে বাড়ির ঘটনায় করোনা সংক্রমণ সামনে আসায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। এবং সেই মতই সংক্রমণ ঠেকাতে সরকারি হোক বা বেসরকারি, সব চিকিৎসা কেন্দ্রই নিজেদের সাধ্যমত চেষ্টা চলাচ্ছে।

এগরা এলাকায় করোনা মোকাবিলায় ময়দানে নেমেছে ও এস জি হাসপাতাল। প্রতিদিনই নিয়ম করে বহু লোকের করোনা দায়ালিসিস চলছে এই এই হাসপাতালে। আর এই গোটা কর্মকাণ্ডের তদারকি করছেন স্বয়ং হাসপাতালের কর্ণধার ডাঃ বাদলাশ্রু ঘাটা। হাসপাতালের এই ব্যবস্থায় উপকৃত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।