করোনাভাইরাস রোধে রবিবার ২২ মার্চ জনতা কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসাধারণের মধ্যে প্রচার করা হচ্ছে সচেতনতা। কমিউনিটি ট্রান্সমিশন যাতে আটকানো যায় তার জন্যে নানা পদক্ষেপও করা হচ্ছে। করোনা প্রতিরোধে মানুষকে বার বার সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি স্যানিটাইজার লাগানোর নির্দেশ দিয়েছেন চিকিত্সকরা। এমন অবস্থা বুঝে দোকানিরাও বাড়িয়ে দিয়েছেন স্যানিটাইজারের দাম। এই নিয়ে সারা দেশ জুড়েই তৈরি হয়েছে বিশৃঙ্খলা। এই পরিস্থিতিকে হস্তক্ষেপ করল কেন্দ্র সরকার। প্যানিকে স্যানিটাইজার কেনা এবং বাড়তি দাম দামি করার উপর রেশ টানতে কেন্দ্রের তরফে বেঁধে দেওয়া হল স্যানিটাইজারের দাম। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী রাম বিলাস পাসওয়ান ট্যুইট করে জানালেন, ২০০ মিলি ওজনের স্যানিটাইজারের বোতলের দাম ১০০ টাকার বেশি কোথাও বিক্রি করা যাবে না। সেই সঙ্গে একটি মাস্কের দাম ১০ টাকার বেশি নেওয়া যাবে না।