মদ ভেবে স্যানিটাইজার খেয়ে মৃত্যু এক জেলবন্দির। ঘটনাটি ঘটেছে, কেরলের পালাক্করের। সূত্রের খবর, গত ১৮ ফেব্রুয়ারি থেকে রিমান্ডে কারাবন্দি ছিল রমনকুট্টি নামের ওই ব্যক্তি। গত বুধবার ওই ব্যক্তি জেলের মধ্যে হঠাৎ জ্ঞান হারালে সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। বৃহস্পতিবার সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এমনটাই জানিয়েছেন জেল কর্তৃপক্ষ। অন্যদিকে এক উচ্চপদস্থ জেল আধিকারিকের মতে, “রাজ্য সরকারের নির্দেশে এখন জেলের মধ্যে কয়েদিদের দিয়ে স্যানিটাইজার তৈরি করানো হচ্ছে। করোনা মোকাবিলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি তৈরিতে রাবিং অ্যালকোহলও ব্যবহার করা হচ্ছে। আমাদের মনে হয়, মদ ভেবে সেই স্যানিটাইজারই পান করে ফেলে বন্দি রমনকুট্টি। তার তাতেই এই ঘটনা ঘটে।” মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানা গিয়েছে।