July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

স্বেচ্ছামৃত্যু চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি নির্ভয়ার চার দোষীর পরিবার

নির্ভয়ার চার দোষীর ফাঁসির আর মাত্র চার দিন বাকি। ফাঁসির তিন দিন আগে ফাঁসুড়ে পবন জল্লাদকে রিপোর্ট করতে বলল তিহাড় জেল কর্তৃপক্ষ। আগামী ২০ মার্চ সকাল ৫.৩০ মিনিটে নির্ভয়ার চার অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। তার আগে নিষ্কৃতি মৃত্যু বা স্বেচ্ছামৃত্যু চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন চার দোষীর পরিবারের সদস্যরা। তাঁদের কথায়, “ওই চারজনকে ক্ষমা না করা হলে, আমাদেরও স্বেচ্ছামৃত্যু দেওয়া হোক।” এই আবেদন জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে একটি চিঠিও লিখেছেন তাঁরা। যা দেখে ওয়াকিবহাল মহলের দাবি, চার অপরাধীর ফাঁসি বাতিল করতে নতুন কৌশল নিলেন আইনজীবী এ পি সিং। হিন্দিতে লেখা চিঠিতে বলা হয়েছে, “বাঁচতে চাই না। ক্ষমা যখন মিলবেই না, তখন আমাদেরও বেঁচে থেকে কী লাভ! নিষ্কৃতি মৃত্যুর আবেদন গ্রাহ্য করা হোক।”