মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ) : করোনার থাবায় গোটা পৃথিবী বিধ্বস্ত। অতিমারী থেকে রেহাই পেতে ভরসা কেবল লকডাউন। দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকেই তিনি পথে পথে। মানুষের দোরে দোরে। শুধু দুঃখ কষ্ট শোনা নয়, সাধ্যমত সহযোগিতার প্রয়াস চালিয়ে যাচ্ছেন নিরন্তর। তিনি বিশিষ্ট জননেতা ভূপেন্দ্র নাথ শেঠের সুযোগ্যপুত্র প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ।
দেশ ও দশের দুর্দিনে গোপাল পুলিশ, বিএসএফ ও স্বাস্থ্য পরিষেবায় যুক্তদের হাতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার পাশাপাশি দিন আনা দিন খাওয়া পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও অবলা রাস্তার সারমেয়, পোষ্য গবাদি পশুর মুখে খাবার তুলে দিতে শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামের কোনে পৌঁছে যাচ্ছেন প্রতিনিয়ত। এবার তিনি গ্রামে গ্রামে ঘুরে খেতমজুরদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে ফেস শিল্ড বিতরণ করলেন। গোপালের মানবিক উদ্যোগে স্বভাবতই খুশি খেতমজুরেরা।