December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

স্বাস্থ্যমন্ত্রকের টুইট অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত ২১০৯

করোনা করাল গ্রাস ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এক লাফে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০০। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ২১০৯ জনের। জানা গিয়েছে, রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তরফে করা টুইটে বলা হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৭ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,২৭৭ জন। যা যথেষ্ট উদ্বেগের। দেশজুড়ে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৬২,৯৩৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ইতিমধ্যেই ঘরে ফিরেছেন ১৯,৩৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যাই ঘুম উড়িয়েছে দেশবাসীরা। প্রসঙ্গত, বিশ্বে এখনও পর্যন্ত ভাইরাসের বলি ২ লক্ষ ৮০ হাজার ৪৩২ জনের। আক্রান্ত ৪১ লক্ষের বেশি। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি আমেরিকায়। সেখানে মৃতের সংখ্যা ৭৯ হাজার ছুঁতে চলেছে।