স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে জেলা শাসকের কাছে ওয়াশিং মেশিন প্রদান বাঙ্গীটোলা গ্রামের মুক্তকেশী পূজা কমিটির।
করোনাভাইরাস যুদ্ধে সৈনিকের ভূমিকা পালন করলেও চিকিৎসক ও নার্স স্বাস্থ্যকর্মীদের সমাজের বিভিন্ন স্থানে নানা লাঞ্ছনার শিকার হতে হচ্ছে। এরই প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্যকর্মীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সম্মান জানাতে এগিয়ে এলো বাঙ্গীটোলা গ্রামের মা মুক্তকেশী পূজা কমিটি। কেবলমাত্র স্বাস্থ্যকর্মীদের কথা ভেবেই এই গ্রাম থেকে দুটি ওয়াশিং মেশিন কিনে তাঁদের উদ্দেশ্যে দেওয়া হল।
সোমবার গ্রামবাসীরা জেলা শাসকের হাতে এই দুটি ওয়াশিং মেশিন তুলে দেন। গ্রামের আরেক যুবক নীলাংশু মিশ্র একইভাবে ছেলের জন্মদিনের টাকা বাঁচিয়ে স্বাস্থ্যকর্মীদের সাহায্যার্থে আরেকটি ওয়াশিং মেশিন দান করলেন জেলা শাসকের কাছে।