
স্বামী-স্ত্রীর বিবাদের জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী জামাল পুর এলাকার এক গৃহবধূ। জানা গেছে ওই গৃহবধূর নাম সরস্বতী নুনিয়া। বয়স বত্রিশ বছর। জানা যায় ওই গৃহবধূ গত বৃহস্পতিবার পারিবারিক অশান্তির জেরে বিশ পান করে। এরপর ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি ছিলেন। আজ রাত ভোর চারটে নাগাদ ওই গৃহবধূ মৃত্যু ঘটলে তার দেহ ময়নাতদন্তের জন্য হয় বালুরঘাট পুলিশ মর্গে। গৃহবধূর পরিবার সূত্রে কোন অভিযোগ পুলিশের কাছে না করা হলেও। তারা পরিবারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন গৃহবধূর ভাই।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা