শুরু হয়ে গিয়েছে চতুর্থ পর্যায়ের লকডাউন। বহুদিন ধরে করোনা সংক্রামণের জেরে বন্ধ রয়েছে সমস্ত ধরনের স্পোর্টস ইভেন্ট। তবে এবার ক্রিকেট প্রেমীদের জন্য কিছুটা খুশির খবর শোনা গেল। আগামী জুলাই মাসে শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভারতের কোন সমস্যা নেই বলে জানিয়েছে বিসিসিআই। সূত্রের খবর, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড-এর তরফ থেকে ইমেল মারফত বিসিসিআইকে জানানো হয়েছে, যদি ভারতের কোন অসুবিধা না থাকে তাহলে দর্শকশূন্য স্টেডিয়ামেই আগামী জুলাই মাসে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে চায় শ্রীলঙ্কা।
এরপর এই চিঠির পরিপ্রেক্ষিতেই বিসিসিআই জানিয়েছেন শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভারতীয় দলের কোন সমস্যা নেই। এ বিষয়ে বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন, ক্রিকেটারদের সুরক্ষা ও স্বাস্থ্য নিয়ে কোন সমস্যা না থাকলে শ্রীলঙ্কায় খেলতে যেতে তৈরি ভারত। তবে খেলা টেলি কাষ্ট করার জন্য এখনো কোন চ্যানেল চুক্তিবদ্ধ হয়নি শ্রীলঙ্কায়। সেই কারণে ভারতকে সফরে ডাকছে শ্রীলঙ্কা। তবে এ বিষয়ে বিরাটদের শ্রীলঙ্কা সফরে সরকার কতটা সম্মতি দেবে তা নিয়ে উঠছে প্রশ্ন।