স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে তিনি জানান, আমি কোনদিন ‘করোনা এক্সপ্রেস’ বলিনি। সেটা বলেছে। জনসাধারণ। সঙ্গে বিজেপির কটাক্ষ করে তিনি বলেছেন বিজেপি চাইলে লকডাউনের আগেই রাজ্যে অসহায় মানুষদের ফিরিয়ে আনতে পারত। মানুষকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। পরিযায়ী শ্রমিকদের ফেরানো শুরু করার পর রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে বোঝাতে গিয়ে শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলে উল্লেখ করেছিলেন। মঙ্গলবার ভার্চুয়াল সভায় অমিত শাহ বলেন, বাংলায় পরিযায়ী শ্রমিকদের ফেরানোতে মুখ্যমন্ত্রীর অনীহা রয়েছে।
পাশাপাশি বুধবার মুখ্যমন্ত্রী বলেন, জুলাই মাসেও খোলা হবেনা স্কুল গুলি। তবে উচ্চমাধ্যমিক সহ অন্যান্য পরীক্ষাগুলি নেওয়া হবে। পাশাপাশি বেসরকারি স্কুল গুলি যাতে না বাড়ায় তারও আবেদন জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুই শিফটের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, এখনো সবাই কর্মস্থলে আসতে পারছেন না। পর্যাপ্ত পরিবহন না থাকায় এই সমস্যা হচ্ছে। এই সমস্যা মেটাতে দুই শিফটের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। প্রথম শিফট সকাল ৯:৩০ থেকে ২:৩০, দ্বিতীয় শিফট ১২:৩০ থেকে বিকেল ৫:৩০। এর ফলে পরিবহনে মানুষের ভিড় বাড়বে না।