December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

স্বপ্ন শেষ! “দিস ইজ নট ডান”

আর বাকি পাঁচ জন ছেলের মতন চোখে রঙিন স্বপ্ন নিয়ে মায়া নাগরী মুম্বাই তে পারি দেয় বিহারের গুড্ডু. অতন্ত্য মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও নায়ক হবার স্বপ্ন বার বার উস্কানি দিতো তাকে. কিন্তু খুব মসৃন ছিল না সেই স্বপ্নর রাস্তা টা , নানা রকম ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছিলো তাকে , কিন্তু তাও ভেঙে পড়েনি সুশান্ত. সালটা 2008 কিস দেশ মাই হয় মেরে দিল নামক সিরিয়েল এর মধ্যে দিয়ে ক্যামেরার সামনে আসে সুশান্ত. এরপর 2009 সালে বালাজি প্রোডাকসন্স এর পবিত্র রিস্তা সিরিয়ালে মানব চরিত্রের মধ্যে দিয়ে সবার মনে জায়গা করে নেয় সুশান্ত. ব্যাস তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে. পবিত্র রিস্তা ছাড়া ও যারা নাচ কে দেখা ঝলক দিক লা যার মতন বেশ কিছু ননফিকশন ডান্স রিয়ালিটি শো তেও দেখা গেছে তাকে.

আস্তে আস্তে স্বপ্নপূরণের সিঁড়ি চড়ছিলো সুশান্ত .2013 পরিচালক অভিষেক কাপুরের কিই পো চে ছবির মধ্যে দিয়ে বোরো পর্দায় পা রাখে সুশান্ত .আর তারপর একের পর এক ছবিতে অভিনয় এর মাধ্যমে নিজের উপস্থিতির ছাপ দর্শকের মনে ফেলতে সক্ষম হচ্ছিলো সুশান্ত. ধোনি ছবি তে তার অভিনয় মোর ঘুরিয়ে দিয়ে ছিল তার অভিনয় জীবনের. নিন্দুকেরাও তারিফ করতে বাধ্য হয়ে ছিল তার কাজের. জনপ্রিয়তার শীর্ষে ধীরে ধীরে পৌঁছেছিল সে . কিন্তু হঠাৎ কোথায় ছন্দ পতন হল . এক নিমেষে নিভে গেলো সব আলো .
এক নিমেষে নিভে গেলো সব এল . গালে টোল পড়া হাঁসি মুখটা ম্লান হয়ে গেলো এক নিমেষে . সুশান্ত বলে ডাকলে যে ছেলে তা হাসি মুখে উত্তর দিতো জি আজ লক্ষ বার ডাকলেও আর সারা দিচ্ছে না সে

মিষ্টি হাসি , দুস্টুমিতে ভরা দুটো চোখ পিছনে থাকা আসল সত্যি তা চাপা পরে গেছিলো সেটা বুঝতে অনেক দেরি হয়ে গেলো. অনেক না বলা কথা , অনেক কাজ বাকি রেখে ঘুম এর দেশে পারি দিলো বলিউডকে গুড্ডু সুশান্ত সিং রাজপূত