April 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

স্পেনের তরুণ ফুটবল কোচের প্রাণও কেড়ে নিল মারক করোনা ভাইরাস

বয়স মাত্র ২১ বছর। আর এত অল্প সময়েই কোচিং জীবনে সুনাম অর্জন করেছিলেন ফ্রান্সিস্কো গার্সিয়া। স্পেনের দ্বিতীয় ডিভিশনের একটি ক্লাবে কোচিং করাতেন। তাঁর উপর দায়িত্ব ছিল মালাগার অ্যাটলেটিকো পোর্তাদা অল্টার যুব দলকে প্রশিক্ষণ দেওয়ার। মাত্র ৭ বছর বয়স থেকে ফুটবলের প্রতি আকর্ষণ ছিল ফ্রান্সিস্কো গার্সিয়ার। আগামী প্রজন্মের ফুটবলার তৈরি করায় সিদ্ধহস্ত হয়ে উঠেছিলেন এত অল্প বয়সেই। সেই প্রতিভাবান তরুণ ফুটবল কোচের প্রাণও কেড়ে নিল মারক করোনা ভাইরাস। তরুণ এই কোচের মৃত্যুতে শোকাহত স্পেনের ফুটবল মহল। মালাগার ওই ক্লাবটির তরফে শোকবার্তা দিয়ে বলা হয়েছে, “আমরা ওঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। ও আমাদের অত্যন্ত কাছের এবং বন্ধু।”