বিশ্ব মহামারী করোনা ভাইরাসের জেরে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার সেই স্থগিত হয়ে যাওয়া উচ্চমাধ্যমিকের পরীক্ষা গুলি পুনরায় নেওয়া হবে। যে তিন দিনে ১২ টি পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল, এবার সেই পরীক্ষাগুলি হওয়ার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার রাত্রে শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, আগামী ২৯ শে জুন, ২ জুলাই ও ৬ জুলাই তারিখ গুলিতে স্থগিত রাখা সেই উচ্চমাধ্যমিকের পরীক্ষা গুলি হবে। শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে এই তিনটি দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, যে কোনো পরীক্ষা কেন্দ্রে ৮০ থেকে ১০০ জনের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। সাথে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার ও পড়তে হবে মাস্ক।
সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীদের জন্য সিট নির্ধারণ করবেন স্কুল কর্তৃপক্ষ। এদিন শিক্ষামন্ত্রী জানান, উচ্চমাধ্যমিকের যে পরীক্ষা গুলি ২৩ মার্চ, ২৫ মার্চ, ও ২৭ মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণে তা স্থগিত হয়ে যায়, সেই পরীক্ষা গুলি এবার পুনরায় হবে।
আর এই তিন দিন মিলিয়ে মোট ১২ টি বিষয়ের পরীক্ষা ছিল। এবার সেই পরীক্ষাগুলি আগামী ২৯ শে জুন, ২ জুলাই, ৬ জুলাই এই তিনটা দিন মিলিয়ে ওই বিষয়ের পরীক্ষা হওয়ার কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রী। যদিও কোন দিন কি কি বিষয়ে পরীক্ষা হবে এখনো তা নির্দিষ্ট করে বলা হয় নি।