দীর্ঘদিন ধরে গৃহবন্দি চলায় ঘরে বসেই দিন কাটছে খেলোয়াড়দের। কিন্তু সারা বছর যাদের মাঠে দেখা যায় তারা বাড়িতে এখন ঠিক কীভাবে সময় কাটাচ্ছেন তা জানতে বেশ আগ্রহী ক্রিকেটপ্রেমীরা। রবিবার ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে কথা বলতে দেখা গেল ভারতের দুই অধিনায়কে। বিরাট কোহলি ও সুনীল ছেত্রী তারা দুজনেই এদিন তাদের জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করছিলেন।
সুনীল ছেত্রী এরইমধ্যে বিরাট কে প্রশ্ন করেন, ক্রিকেটের বাইরে এমন কোন অ্যাথলিটের কথা বলবে যার মানসিকতা বিরাটের খুব পছন্দ। এর উত্তরে বিরাট জানান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা।
সেরকমই দীর্ঘ কথোপকথন চলতে চলতেই এবার প্রশ্ন ওঠে, অধিনায়ক বিরাট কোহলির নিজের বায়োপিকে অভিনয় করতে চাইবেন কিনা। সেই প্রশ্নে বিরাট কোহলি সাফ জানিয়ে দেন, যদি স্ত্রী অনুষ্কা শর্মা নায়িকা হিসাবে তার সঙ্গে অভিনয় করতে রাজি হন তবেই তিনি নিজের বায়োপিকে অভিনয় করবেন।
পাশাপাশি তিনি এও জানান, অনুষ্কা আসার পরেই তার জীবনের বেশ কিছু ইতিবাচক পরিবর্তন ঘটেছে। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা দুজনেই সবার আগে খুব ভালো বন্ধু। একে অপরের সাথে বন্ধুর মতো সব কথা ভাগ করে নেয় তারা। এইভাবে চলতে থাকে বেশ কিছুক্ষণ ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে আড্ডা।