November 4, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

স্ত্রী’র হয়ে অনুরাগীদের বার্তা দিলেন বিগ বি

করনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। সকল দেশবাসীকে বিভিন্ন রকম ভাবে বোঝানো হচ্ছে অপ্রয়োজনে বাড়ি থেকে না বেরনোর। এদিকে নিজের বাড়ি ছেরে ভিন রাজ্যে থাকতে হচ্ছে জয়া বচ্চনকে। সূত্রের খবর, রাজ্যসভার সদস্য হওয়ায় মাঝে মধ্যেই জয়া বচ্চনকে মুম্বই থেকে দিল্লি উড়ে যেতে হয়। এবারও কাজে দিল্লি গিয়েছিলেন জয়া। কিন্তু ফিরতে পারেননি। লকডাউনে দিল্লিতেই আটকে পড়েন তিনি। করোনা থেকে বাঁচতে এখন ঘরবন্দি সবাই। এরই মধ্যে পড়েছে জয়া বচ্চনের জন্মদিন। কিন্তু তিনি বাড়ির সবাইকে ছেড়ে রয়েছেন দিল্লিতে। উল্লেখ্য, স্ত্রী জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এবং অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে আবেগঘন পোস্ট করেছেন অমিতাভ। আসলে স্ত্রীর হয়ে পোস্টটি করেছেন বিগ বি। লিখেছেন, ‘জয়াকে যাঁরা জন্মদিনে অভিন্দন জানিয়েছেন, আমার তরফ থেকে তাঁদের জন্য ভালবাসা রইল। জয়াকে মনে রেখেছেন, এজন্য ধন্যবাদ। আপনাদের সবাইকে আলাদা করে উত্তর দেওয়া অসম্ভব। তা সত্ত্বেও অনেক ধন্যবাদ।’ জয়া বচ্চন একটি ছবি পোস্ট করেন অভিষেক বচ্চন। লেখেন, ‘সব শিশুরই প্রিয় শব্দ মা। শুভ জন্মদিন মা। তুমি লকডাউনের জন্য দিল্লিতে আটকে পড়েছ। আর আমরা সবাই মুম্বইয়ে। প্রত্যেক মুহূর্তে তোমার কথা মনে পড়ছে আমাদের। তোমায় খুব ভালোবাসি।’