নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর:– স্ত্রীকে ছুরি দিয়ে খুনের চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার পুলিশ। অভিযুক্ত শ্রীকৃষ্ণ সর্দারের বাড়ি মারিশদা থানার দক্ষিণ কানাই দিঘী গ্রামে। বুধবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।জানা গেছে গত কয়েক বছর আগে পাশের গ্রামে এক যুবতীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীকে মারধর করত স্বামী। এরপর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে অভিযোগ তুলে ছুরি দিয়ে খুনের চেষ্টা করে স্বামী বলে অভিযোগ। এরপর পরিবার ও প্রতিবেশীরা উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। রাতেই গৃহবধূর মারিশদা থানার অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। মারিশদা থানা পুলিশের কথায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে| ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ |