টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন যিশু সেনগুপ্ত। তবে এখন টলিউডের পাশাপাশি বলিউডেও তার মুখ যথেষ্ট পরিচিত। বলিউডে একাধিক অভিনেএীর সাথে অভিনয় করতে দেখা গেছে তাকে। গত ১৫ মার্চ এই ভার্সেটাইল অভিনেতা ৪৩ বছরে পা রাখলেন। বর্তমানে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’ নিয়ে খুবই ব্যস্ত তিনি। কমবয়সি সৌমিত্রের ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্ত কে। সদ্য কলকাতায় পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে শুটিং শুরু করেছেন তিনি। এই ছবির শুটিং এর জন্যই রাতের ফাঁকা কলকাতা শহরে দেখা গেল অভিনেতা যিশু সেনগুপ্ত কে।