
অসামান্য শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় কে বড় পর্দা তুলে ধরছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় | নববর্ষের আগেই মুক্তি পাবে ছবিটি | তার আগে প্রকাশ্যে এলো ছবির ট্রেলার | গত বছর 25 শে মার্চ “অভিযান” ছবির প্রথম ট্রেলার প্রকাশে এসেছে | ট্রেলার থেকেই জানা গিয়েছিল কিংবদন্তি শিল্পী স্মৃতি কে উস্কে এই ছবি | সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তের কথা জানান, লিলি চক্রবর্তী, পরান বন্দ্যোপাধ্যায়, মমতাশঙ্কর, সিদ্ধার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই |
More Stories
হোলির প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিলেন ভাইজান
শুটিং করতে গিয়ে হাটুতে চোট পেয়েছেন হৃত্বিক রোশন
নতুন মানুষের প্রেমে হাবুডুবু মিস্টার পারফেক্ট