ফেসবুকে লাইভ করে চলছিল আত্মহত্যার চেষ্টা। পুলিসের তত্পরতায় প্রাণ বাঁচল যুবকের। ঘটনাটি ঘটেছে গড়ফা থানা এলাকায়। কী কারণে আত্মহত্যার চেষ্টা তা জানতে যুবক, তাঁর পরিবার ও পরিজনদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। সূত্রের খবর, শনিবার গভীর রাতে গরফা থানা এলাকার সাপুইপাড়ার বাসিন্দা ওই যুবক ফেসবুক লাইভ করার সময়ই আত্মহত্যার চেষ্টা করে। সেই লাইভ দেখেই ওই যুবকের এক বন্ধু ১০০ ডায়াল করেন। খবর পেয়েই লালবাজারের তরফে ট্র্যাক করা হয় ওই যুবকের ফেসবুক অ্যাকাউন্ট। সেখান থেকে পাওয়া লোকেশানের ভিত্তিতে খবর দেওয়া হয় গরফা থানায়। তড়িঘড়ি গরফা থানার পুলিশ হাজির হয় ঘটনাস্থলে। সেখানে গিয়ে কার্যত মৃত্যুর মুখ থেকে ওই যুবককে উদ্ধার করে গরফা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আত্মহ্ত্যার চেষ্টার কারণ এখনও জানা যায়নি। তদন্তের স্বার্থে কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে।