September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সোমবার বিকেল থেকে লকডাউন, বাড়ি ফেরার তাড়ায় সাধারণ মানুষের ভিড় ধর্মতলায়

সোমবার বিকেল থেকে রাজ্য লকডাউন৷ যারা কর্মসূত্রে বা কোনো কারণে বাড়ির বাইরে রয়েছেন তারা স্বাভাবিকভাবেই বাড়ি ফিরতে চাইছেন ৷ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে রবিবার রাত থেকেই ৷করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে পালিত হচ্ছে জনতা কার্ফু ৷ কেন্দ্রের তরফ থেকে ট্রেন ও মেট্রো বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৷যার জেরে প্রবল সমস্যায় পড়তে হলো বিভিন্ন প্রান্ত থেকে কর্মসূত্রে কলকাতায় আসা বহু মানুষকে ৷রবিবার কারফিউ এর পর সোমবার সকাল টুকু সময় ছিল তাদের বাড়ি ফেরার কিন্তু ট্রেন না চলায় চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় তাদের ।সোমবার সকালে রাস্তায় বাসের দেখা নেই ৷একটা বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের৷ যত বেলা বেড়েছে বাসের জন্য ততো ভিড় বেড়েছে ধর্মতলা চত্বরে ৷কোনোক্রমে একটা বাস পেলে বাদুড়ঝোলা হয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা ছিল মানুষের মধ্যে৷