October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সোনারপুরে বাসিন্দাদের হাতে ইফতারের সামগ্রী তুলে দিলেন সাংসদ মিমি চক্রবর্তী


করোনা ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। এই সময় ঘর বন্দী রয়েছেন সাধারণ মানুষ। তবে দীর্ঘদিন ঘরবন্দি থাকায় বেশ কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষদের। তবে, এই সকল মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন অভিনেত্রী অথা সাংসদ মিমি চক্রবর্তী।

সম্প্রতি লাইভ স্ট্রিমিং করেন। এরপর তিনি রাজপুর আর সোনারপুরের বাসিন্দাদের সমস্যার কথাও শোনেন তিনি। এরপরই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সাংসদ মিমি চক্রবর্তী। সেই মতো রাজপুর ও সোনারপুরের ২০০টির উপর পরিবারের জন্য ইফতারের সামগ্রী পাঠালেন তিনি। পাশাপাশি তিনি রমজানের শুভেচ্ছা বার্তা দেন তাদের। আগেই দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চা কাকুর দায়িত্ব নিয়েছেন অভিনেএী তথা সাংসদ মিমি চক্রবর্তী। করোনা পরিস্থিতির শুরু থেকেই তিনি নানাভাবে মানুষের কাছে করোনা সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন।