April 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সেল্‌ফ আইসোলেশনে প্রাক্তন রেলমন্ত্রী

গোটা বিশ্ব করোনার ত্রাস। রক্ষা পাচ্ছেন না সর্বস্তরের মানুষ থেকে প্রথম সারির নেতামন্ত্রীরাও। ইতিমধ্যেই করোনা মোকাবেলায় কেন্দ্র-রাজ্য একের পর এক দর্শনীয় স্থান থেকে স্কুল, কলেজ, অফিস-আদালত, শুটিং, খেলা, মেলা সহ বিভিন্ন জমায়েত স্থল বন্ধ করে দিয়েছে। মঙ্গলবারই করোনা আতঙ্কে সেল্‌ফ আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। এবার সেই পথেই হাঁটলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুরেশ প্রভু। সূত্রের খবর, সদ্যই সৌদি আরব থেকে ভারতে ফিরেছেন সুরেশ প্রভু। তাই ভারতে ফেরার পর প্রাক্তন রেলমন্ত্রীর শরীরে করোনার জীবাণু পরীক্ষা করা হলে তাঁর শরীরে মারক ভাইরাসের কোন নমুনা পাওয়া যায়নি। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেকে আইসোলেশনে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ১৪ দিন অন্যদের সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন প্রাক্তন রেলমন্ত্রী। উল্লেখ্য, করোনা থেকে কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা জারি করেছে, তাতেও বলা ছিল বিদেশ থেকে কেউ এলে তাঁকে অন্তত ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। সুরেশ প্রভুও সেই নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।