করোনার থাবা থেকে রেহাই মেলেনি খোদ ব্যাকিংহ্যাম প্যালেসেরও। ইতিমধ্যেই কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের যুবরাজ চার্লস। কিন্তু সুখবর এই যে এক সপ্তাহের মধ্যে সেরে উঠলেন ব্রিটেনের প্রিন্স। সোমবার গৃহবন্দি অবস্থা থেকে বেরিয়ে এলেন তিনি। তবে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত না হলেও, এখনও গৃহবন্দি রয়েছেন তাঁর স্ত্রী ক্যামিলা, ডাচেস অব কর্নওয়াল। গত ২৫ মার্চ করোনা ক্ল্যারেন্স হাউসের তরফেই চার্লসের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয়। সেই থেকে স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রসাদে গৃহবন্দি ছিলেন তিনি।
১০ মার্চ লন্ডনে মোনাকোর প্রিন্স অ্যালবার্টের সঙ্গে সাক্ষাৎ করেন চার্লস। প্রথমে প্রিন্স অ্যালবার্ট করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার পরই চার্লসের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। তবে কী ভাবে সংক্রমিত হলেন, তা নিয়ে ক্ল্যারেন্স হাউজ বা রাজ পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসনও। এই মুহূর্তে নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।