সেনা ক্যাম্পে রকেট হামলা চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, রাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে থাকা যৌথ বাহিনীর একটি সেনা ক্যাম্পে। সূত্রের খবর, রবিবার সকালে আচমকাই এই সেনা ক্যাম্পে রকেট হামলা চালায় দুষ্কৃতীরা। হামলার পর একাধিক বিস্ফোরণ হয় ওই সেনা ক্যাম্পে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না পাওয়া যায়নি। তবে প্রচুর ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের আঙুল উঠেছে ইরানের দিকে।