July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সুবিচারের আরও এক ধাপ এগিয়ে গেল নির্ভয়া কান্ডে

নির্ভয়া মামলায় অভিযুক্ত পবন গুপ্তার প্রাণভিক্ষার আরজি খারিজ করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার সুপ্রিম কোর্টে তার রায় সংশোধনীর আরজি খারিজ হওয়ার পরই রাষ্ট্রপতির দ্বারস্থ হয় তার আইনজীবী। এই আরজির জন্যই ৩ মার্চ চার দোষীর ফাঁসি কার্যকর করা যায়নি। তৃতীয়বারের জন্য পিছিয়ে গিয়েছে নির্ভয়ার চার ধর্ষকের ফাঁসি। উল্লেখ্য, অক্ষয়, মুকেশ ও বিনয়ের আইনি সহায়তা পাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। একমাত্র পবনের ক্ষেত্রেই বাকি ছিল। রাষ্ট্রপতি তার আরজি খারিজ করে দেওয়ায় তার ও সেই সুযোগ কমল। আইনজীবী মহলের মতে, এবার পবনের আইনজীবী প্রাণভিক্ষা আরজি খারিজের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে। সোমবার পবন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আরজি জানায়। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছেও প্রাণভিক্ষার আরজি জানায়। তাই ৩ মার্চের ফাঁসির উপর স্থগিতাদেশ চেয়ে পাতিয়ালা হাই কোর্টে আবেদন জানিয়েছিল পবন ও অক্ষয়। সেই আবেদনের শুনানি শেষেই মৃত্যু পরোয়ানার উপর স্থগিতাদেশ জারি করে আদালত।