
গরু পাচার কান্ডে গ্রেপ্তার হয়েছে বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডল | তবে তার মেয়ে সুকন্যার একাউন্টে মিলেছে একাধিক টাকার হদিস | সেই কারণে এবার সিবিআইয়ের নজরে অনুব্রত কন্যা সুকন্যা | জানা গিয়েছে বুধবার বোলপুরের বাড়িতে সুকন্যা মন্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই |
প্রসঙ্গত টানা ১০ বার গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই নোটিশ পাঠিয়েছে অনুব্রত মণ্ডলকে | কিন্তু বারবার অসুস্থতার কারণ দেখে হাজিরা এড়িয়ে গেছেন অনুব্রত | এরপর গত সপ্তাহে বৃহস্পতিবার তাকে বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই | বর্তমানে কলকাতার নিজাম প্যালেসের রয়েছেন অনুব্রত | তদন্তের কাজে সিবিআইকে সাহায্য করছেন বলে জানা গিয়েছে |
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে