শহর জুড়ে চলছে পঞ্চম দফার লকডাউন। তারমধ্যেই আনলক হয়েছে শহর। দক্ষিণ কলকাতার সাইন্স সিটি নিকটবতী বাইপাসের রাস্তায় সার্ভিস রোডে শনিবার আচমকাই ধস নামে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর পুলিশের পক্ষ থেকে ওই জায়গাটিকে ঘিরে ফেলা হয় যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ বাইপাস শহরের অন্যতম ব্যস্ত রাস্তা। সায়েন্স সিটি ক্রসিং সার্ভিস রোডে ৪ ফুট ধস নামে। প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন রাস্তারৎলোক। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।