আর্থিক সংকটের কারণে লক ডাউনের সময় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন দিন আনা দিন খাওয়া মানুষরা। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত শান্তিপুর এলাকার অধিকাংশ মানুষই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। সে সব মানুষের কথা মাথায় রেখে এবার এগিয়ে এলো ব্লক প্রশাসন।
শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলী এর উদ্যোগে প্রায় ৫০০০ দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। লক ডাউনের ফলে দিন আনা দিন খাওয়া মানুষদের সংসার চলতে হিম শিম খেতে হচ্ছে, সেই সব মানুষদের কথা ভেবেই এই পদক্ষেপ বলে জানান ঞ্চায়েতের প্রধান। অঞ্চল প্রধানের এই কার্যক্রম দেখে আপ্লুত দুঃস্থ পরিবার গুলি।