নিজেস্ব প্রতিনিধি, লকডানের মধ্যে ঘরে বসে সামাজিক দুরত্ব বজায় রেখেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্ম জয়ন্তী উদযাপন করেন পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং নম্বর ব্লকের একটি ঐতিহ্যবাহী সংস্থা সাগ্নিক সংস্কৃতি চক্র। সরকার অনুমোদিত এই সংস্থা, সুদীর্ঘ ৩৬ বছর ধরে বিভিন্ন সমাজ সচেতন মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষ কে সচেতন করার চেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। উপস্থিত ছিলেন সম্পাদক প্রদীপ সামন্ত, সভাপতি বিবেকানন্দ ব্যানার্জী, সহ সম্পাদিকা স্নিগ্ধা সামন্ত, তবলা শিক্ষক প্রশান্ত মণ্ডল ও ছাত্রী সৃজনী কুন্ডু। গান ও কবিতার মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।