December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সাধারণ মানুষকে ঘরমুখী করতে মাথাবাড়ি থানার পুলিশের এলাকায় টহল

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ কালিয়াচক ২ নম্বর ব্লকে সাধারণ মানুষকে ঘরমুখী করার জন্য। আজ দুপুরে মোথাবাড়ি থানার ওসি বিপ্লব পাল এর নেতৃত্বে ২৫ জন সিভিক পুলিশ সহ মোট ৪০ জনের একটি পুলিশের দল মোথাবাড়ি থেকে উত্তর লক্ষীপুর বাংলা পঞ্চনন্দপুর সর্বত্র টহল দেয়। মানুষের কাছে আবেদন করে সমস্ত দোকানপাট বন্ধ রাখার। করণা আতঙ্কে গোটা ভারতবাসী আতঙ্কে কাঁপছে। কালিয়াচক ২ নম্বর ব্লকের একাধিক গ্রামে এক আতঙ্কহিন পরিবেশ দেখা যাচ্ছে না সাধারণ মানুষের মধ্যে। ব্লকের বিভিন্ন জায়গা থেকে আজ সকালে দোকানপাট খোলা রাখার অভিযোগ পাওয়া গেছে।
এই ব্লকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভিন রাজ্য থেকে আসা সাধারণ মানুষের ভির উপচে পড়েছে। বাঙ্গীটোলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের ক্লিনিকে প্রায় তিন শত পঁচাশি জনের বেশি রোগী চিকিৎসা করাতে আসে। এত বিপুল সংখ্যক রোগী সামলাতে হিমশিম খায় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা। পরে পুলিশ এসে সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে। ওশি বিটুল পাল এর নেতৃত্বে ৪০ জনের এক বিশাল বাহিনী গ্রামে গ্রামে ছুটে যাই সাধারণ মানুষকে বুঝায় আগামীকাল থেকে দোকান বন্ধ না রাখলে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।